


ওবায়দুল মুন্সী
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপির পাইকাপন গ্রামের ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার।
সোমবার (৫মে) রাত ৩ টার সময় মসজিদের মাইকে ইমাম সাহেবের আওয়াজ কানে এলো। তিনি বলছিলেন-‘প্রিয় পাইকাপন গ্রামবাসী আপনাদের ফুল বাড়িতে আগুন লেগেছে। আপনারা তাড়াতাড়ি আগুন নেভাতে যান!’এভাবেই বারবার এলান দিচ্ছেন আর সারা গ্রামবাসী এসে কেউ কেউ আগুন নেভাতে সাহায্য করেছেন,কেউ বা সাহস ও পরামর্শ দিচ্ছিলেন আবার কেউ কেউ চেয়ে চেয়ে দেখছিলেন। আমিও সেখানে উপস্থিত ছিলাম। অপারেশনের রোগী থাকায় শারীরিক কোনও কাজে সাহায্য করতে পারিনি, তবে মানসিকভাবে পরামর্শ ও সাহস যুগিয়েছি।
চোখের সামনে দাউদাউ করে আগুন জ্বলছিল। কিছুতেই নেভানো যাচ্ছিল না! ঘরের আসবাবপত্র,ধান-চাউল, টাকাপয়সা সব আগুনে পুড়ে গেছে। কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আসছে না! অবশেষে,অনেক মানুষের প্রাণপণ চেষ্টায় দুই ঘণ্টার বেশি সময় ধরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আসে।
ধারণা করা হয় যে, ঘরের ইলেকট্রিক শকেট থেকেই আগুনের উতপত্তি। ঘরের পাশে ধানের খড় থাকার কারণেই আগুন দ্রুত চারপাশে চড়িয়ে পড়েছিল। আগুন লাগার ব্যাপারে ক্ষতিগ্রস্থদের জিঙ্গাসাবাদে এমনটাই বলেছেন। গ্রামের মেম্বার জনাব আবুল হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তদের একজন জানান-‘মাত্র কয়েকদিন পূর্বেই আত্মীয়-স্বজনদের আর্থিক সহযোগিতা ও নিজেদের পরিশ্রমের টাকায় ভাঙা ঘরখানা মেরামত করেছিলাম। আজ আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেল!’
ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিবেশিদের কাছ থেকে জানা যায়,’এতে নগদ অর্থ সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এতে শান্তিগঞ্জ প্রশাসনের কাছে- ‘সরাসরি ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করে, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সরকারিভাবে পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান করার দাবি জানান এলাকারজন প্রতিনিধি ও গণ্যমান্য সচেতন নাগরিক সমাজ।’


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

