শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

দিরাই পোস্ট অফিস সংলগ্ন রাস্তার বেহাল দশা: বৃষ্টিতে চরম ভোগান্তি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজীব দাস: সুনামগঞ্জের দিরাই পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা দিরাই পোস্ট অফিস সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, সাধারণ পথচারী ও যানবাহনচালকরা।

দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত জনগন যাতায়াত করে। অথচ দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656