শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে’র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে বসবাসরত গোয়াইনঘাটের তরুণদের নিয়ে গঠিত গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে’র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত বুধবার (১৪ মে) লন্ডনের একটি হলরুমে গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ গোলাম জিলানীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ইকবাল আহমদের সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক সূফি সুহেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর সাবেক সভাপতি নুরুল আলম বাবুল, খালিদ কিবরিয়া, সালেহ আহমদ, কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিম, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, গোলাম কুদ্দুস কামরুল, নুর আহমদ, লাহিন আহমদ, আনেয়ার হোসেন সবুজ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাসেল আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ আহমদ।

ক্লাবের সদস্যবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, মহি উদ্দিন সুমন, জহিরুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমন, সোহাগ আহমদ, রাসেল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, সুলতান আহমদ, কিবরিয়া ওয়াহিদ, বোরহান উদ্দিন, আরিফুল ইসলাম, রঞ্জন বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, হাসান, এনামুল হক, সালমান, রুবেল, রাহাত, খায়রুজ্জামান, জুবেল প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656