শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ছাতকে পেশাগত সুরক্ষায় ১৪ দফা দাবিতে সাংবাদিকদের কলমবিরতি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম::

স্বাধীনতার ৫৪বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি ১৪ দফা দাবিতে ছাতকে সাংবাদিকদের কলমবিরতি।

স্বাধীনতার ৫৪ বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অধিকার আদায়ে ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন করেছেন ছাতকের সাংবাদিকরা। মঙ্গলবার (২০ মে) বেলা ১২ থেকে দুপুর ১টা পর্যন্ত ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উপজেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মফস্বল সাংবাদিকদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সহ সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম, রাফি হাসান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656