শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শাল্লায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃ নাঈম হোসেন

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের সার্বিক সহযোগিতায় ও আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন-দিরাই-শাল্লা আসনে বিগত নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি সুস্থ রাজনীতির চর্চা ও সমাজকল্যাণ মূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন খেলাধুলায় আমাদের হাওর অঞ্চলের গৌরবময় ইতিহাস রয়েছে, আমরা দিরাই শাল্লার মানুষ সম্পৃতিতে বিশ্বাসী , আমাদের সম্পৃতি যাতে বিনষ্ট না হয়।

শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমএ রাজ্জাক ও যুগ্ম আহবায়ক মাহবুবু রহমান শিশুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা বিএনি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, আব্দুল করিম, দিরাই পৌর আহ্বায়ক মিজানুর রহমান মিজান,দিরাই উপজেলা বিএনপির সদস্য মাষ্টার সুয়েব হাসান।

খেলায় পরিচালনা কমিটি হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল আহমদ দুলাল, ব্রজেশ চন্দ্র চৌধুরী, নুরুল আমিন, রাকিব মিয়া, তারেক হাসান, সাঈদ হোসেন সাগর, বাপন আহমদ, হৃদয় মিয়া, সুহেল মিয়া, রাব্বুল হোসেন, হাফিজ উদ্দিন, শফি আহমেদ, সুমন মিয়া, নজরুল ইসলাম-প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার, সহকারী রেফারি ছিলেন শামীম ও টিটন মিয়া’র পরিচালনায় খেলাটি ০-০ গোলে সমাপ্তি হয়।

উপজেলার শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ ও হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের খেলোয়াড়দের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656