শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে যুব ফোরামের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : শান্তিগঞ্জে যুব সমাজকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে দু’দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের উদ্ভোধন হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল ১০টায় শান্তিগঞ্জ এফআইডিবি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর, আস্থা প্রকল্পের আওতায়। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী লাভলী সরকার লাবণ্য, ফিল্ড অফিসার আল ইমরান মুন্না, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সজীব আচার্য্য, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রেদুয়ান এবং ছামিরুন আক্তার ছামিয়া প্রমুখ।

এই রিফ্রেশার প্রশিক্ষণে শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে যুবরা নেতৃত্বের দক্ষতা, সংকট মোকাবিলার কৌশল, মানসিক দৃঢ়তা এবং সমস্যা সমাধানের উপায় সম্পর্কে ধারণা লাভ করবে। ফলে তারা সমাজে সংবেদনশীল, সহনশীল ও অসাম্প্রদায়িক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656