শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সিলেটের তরুণী নাদিরাকে কোর্টের মাধ্যমে ত্যাজ্য করলেন পিতা আজাদ খান ও মাতা হাছনা বেগম

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি : সিলেটের তরুণী নাদিরা খানমকে কোর্টের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন তার মা-বাবা।

সোমবার (১২ই ডিসেম্বর) সিলেটে কোর্টে আনুষ্ঠানিকভাবে ত্যাজ্যপত্র দাখিল করেন তার পিতা আজাদ খান ও মাতা হাছনা বেগম।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেটের চারাদীঘিরপাড় এলাকায় পারিবারিক শৃঙ্খলা ভঙ্গ, অবাধ্য আচরণ এবং সামাজিক সম্মানহানির অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতে দাখিলকৃত ত্যাজ্যপত্রে নাদিরা কে উত্তরাধিকার এবং পারিবারিক সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ঘোষণা করা হয়েছে।

লিখিত বিবৃতিতে তার বাবা-মা জানান: “আমাদের কন্যা নাদিরা খানম পরিবার ও সমাজের নিয়মনীতি লঙ্ঘন ও অবৈধ সম্পর্ক স্থাপন করায় তাকে বহুবার সতর্ক করার পর নাদিরা খারাপ আচরণ করায় তাকে আমরা পরিবারবর্গ হলফনামায় স্বেচ্ছায় স্বজ্ঞানে সিলেটে কোর্টে বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে তাকে ত্যাজ্য ঘোষণা করেছি।”

এ ঘটনা প্রকাশ পাওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ ঘটনাকে কেউ কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মানবিক সমাধানের আহ্বান জানাচ্ছেন।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনাকে হৃদয়বিদারক ও গুরুতর বলে উল্লেখ করেছে এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছে।

নাদিরা খানমের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সিলেটজুড়ে উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656