শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ছাতকের গেদা মিয়ার অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষমসোম গ্রামের সর্বস্তরের জনগণ অবৈধ ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে গতকাল ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রধান করছেন।

জানা যায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের শফিকুর রহমান গেদা মিয়া একটি সরকারি ঘর বরাদ্দ পায়। বরাদ্দকৃত ঘরে দীর্ঘদিন ধরে শফিকুর রহমান গেদা মিয়া তার সাঙ্গপাঙ্গ নিয়ে মদ গাঁজা ও জোয়ারসহ নানাবিধ অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছে। তাছাড়া মাদকসেবন ও  বিক্রির মাধ্যমে এলাকার যুবসমাজকে চরম অধ পতনের দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি খারাপ নারীদের আনাগোনা ও দেহব্যবসা চলে বরাদ্দকৃত এ ঘরের ভিতর। বিবাদী শফিকুর রহমান গেঁদা মিয়া তার সাঙ্গপাঙ্গদের এসব কাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এতে আশপাশের ধর্মপ্রাণ মানুষ ও এলাকার তরুনসমাজের মারাত্মক ক্ষতি হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই তাদের আনাগোনা বাড়তে থাকে। মাদকের বিশ্রী গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে।

এমতাবস্থায় এলাকার সর্বস্তরের জনগণ গত বুধবার  এসব অবৈধ অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত শফিকুর রহমান গেদা ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে ও মাদকের আস্তানা ভেংগে দিতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রধান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656