শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

দিরাইয়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দিরাই পৌর শহরের থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও অবদান তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী ও অশোক তালুকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিপন হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান চৌধুরী, কলেজ ছাত্রদলের সভাপতি সালমান মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন, দর্শন ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656