


শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের ফলে জেলার প্রধান নদনদী ও হাওরের পানি বাড়তে শুরু করেছে। সুরমা, যাদুকাটা, কুশিয়ারা ও বৌলাই নদীসহ সব পানিপ্রবাহে পানি বৃদ্ধির ধারা থাকলেও প্রশাসন বলছে, এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে রেকর্ড হয়েছে ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত যা মৌসুমের সর্বোচ্চ। শনিবার (৩১ মে) সকালে সুরমা নদীর পানি বিপদসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “উজান থেকে ঢল নামলেও নদীর পানি এখনো বিপদসীমার নিচে। আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে, তবে বন্যার আশঙ্কা নেই।”
তবে আগাম প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখছে না জেলা প্রশাসন। সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, “বন্যা মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ মাঠপর্যায়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
২০২২ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা এখনো ভোলেনি সাধারণ মানুষ। সদর উপজেলার গৌরারং গ্রামের শহিদুল ইসলাম বলেন, “সামান্য পানি দেখলেই এখন ভয় লাগে। তবে হাওড়গুলো এখনও খালি, বাঁধ খুললেই পানি সহজে নামবে-বন্যার সুযোগ কম।”
একই সুরে শান্তিগঞ্জের পাগলা শক্রমর্দন গ্রামের সজীব আচার্য্য বলেন, “বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে। ওপারেও (মেঘালয়ে) বৃষ্টি হচ্ছে। আমরা আশীর্বাদ করি, যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।”


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

