


শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা আক্তার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।
এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

