শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে প্রাথমিক পর্যায়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেধা যাচাই পরীক্ষা।

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার (২ জুন) দুপুরে ১২ টায় উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৫১০০ শিক্ষার্থী একযোগে অংশগ্রহণ করে৷

চলতি শিক্ষাবর্ষের তিন মাস পূর্বে শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়। সে অনুযায়ী পাঠদান শেষে অনুষ্ঠিত হয়  এ মূল্যায়ন। পরীক্ষার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, শ্রেষ্ঠ ক্লাস্টার, বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচন করা হবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, কামরুপদলং, সদরপুর, উজানীগাঁও, পিঠাপই ও কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক লাল চক্রবর্তী বলেন, “এ ধরনের পরীক্ষা শিক্ষকদের মাঝে উৎসাহ জাগিয়েছে। শিক্ষার মান উন্নয়নে এটি সময়োপযোগী উদ্যোগ।”

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া জানান, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন করা হবে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান বলেন, “শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এই আয়োজন। এটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “এটি শিক্ষার্থী মূল্যায়নের পাশাপাশি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়নের অভিনব একটি পদ্ধতি। এতে শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আরও আগ্রহী হয়েছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, “তিন মাসের পরিকল্পিত পাঠদানের পর এই পরীক্ষা শিক্ষকদের মাঝে গতি এনেছে। আমরা বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করবো এবং আশা করছি, এ উদ্যোগ শিক্ষাক্ষেত্রে উপজেলায় নতুন দিগন্তের সূচনা করবে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656