


রাজীব দাস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গর্বিত সন্তান সোহম দাস জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকে সাংস্কৃতিক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
কবিতা আবৃত্তিতে এই কৃতিত্বের মাধ্যমে সে সারা দেশে দিরাইয়ের নাম উজ্জ্বল করেছে। সোহম দাস দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে জনপ্রিয় পপুলার লাইব্রেরি-এর স্বত্বাধিকারী শুভ্র দাসের ছেলে।
পূর্বে সোহম দাস উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাতীয় পর্বে প্রতিযোগিতার সুযোগ লাভ করে।
এই অসাধারণ অর্জনের জন্য সোহম দাসকে শিক্ষক-শিক্ষার্থী, এবং এলাকাবাসী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার এই সাফল্য দিরাই উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন উৎসাহের সৃষ্টি করেছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

