শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে পানিতে ডুবে কামাল হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) ভোরে বাড়ির পাশের মহাসিং নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ওই গ্রামের কদ্দুস মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জটিল মৃগী রোগে ভুগছিলেন তিনি। খিচুনি হওয়ার কারণে মাঝে মধ্যেই পড়ে গিয়ে আহত হতেন। প্রতিদিনের মতো বুধবার ভোরেও মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কামাল। বাড়ির ঘাটে বাঁধা নৌকায় উঠার সময় হঠাৎ খিচুনি শুরু হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান এবং সাঁতার জানতেন না বলে দ্রুত পানিতে তলিয়ে যান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও কামালের কোনো সন্ধান পাননি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান জামান উদ্দিন বলেন, “৯৯৯ থেকে খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় কামাল হোসেনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাদিপুর গ্রামে। স্থানীয়রা জানান, কামাল একজন পরিশ্রমী যুবক ছিলেন। রোগে ভুগলেও জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন হাওরে মাছ ধরতেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656