শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আব্দুল্লাহ ফাউন্ডেশনের ঈদ উপহার বন্টন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাজে ঈদ উপহার প্রদান করেছে সামাজিক সংগঠন আব্দুল্লাহ ফাউন্ডেশন। ৪ ও ৫ জুন দুই দিনে তেল পেয়াজ মশলা সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়া হয়েছে।

জেলর শাল্লা উপজেলার কাশিপুর গ্রামে মো: আব্বাস আলী সাহেবের বাড়িতে ঈদ উপহার প্রদানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জনাব মো: নবাব মিয়া, কাশিপুর গ্রামের সমাজকর্মী মো: সাইকুল ইসলাম , কাশীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও আব্দুলাহ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পাহেল মিয়া।

ছাতকের হায়দরপুরে আব্দুল্লাহ ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য মাসুদ পারভেজ এর তত্বাবধানে ঈদ উপহার প্রদানে অতিতি হিসেবে উপস্থিত ছিলেন হায়দরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার সহ সভাপতি ও ছাতক সমিতি সিলেট এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান।

শাল্লা উপজেলার ভাটগাঁও এ ঈদ উপহার প্রদানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংগঠক ও সমাজকর্মী মো: সুন্নাত আলী, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফিজুর রহমান নাঈম।

শান্তিগঞ্জ উপজেলার পাগলা ও জয়কলসে ঈদ উপহার বিতরনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ শামীম আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ উপজেলা সভাপতি রায়েজ নুর, সমাজকর্মী জাহিদ হাসান চৌধুরী প্রমুখ।

আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন বলেন- আমরা সাধ্যমত ঈদ উপহার প্রদান করেছি, গত ঈদেও আমরা উক্ত কাজটি করেছিলাম। ভবিষ্যতেও শিক্ষা ও মানবতার সেবার কাজ করে যেতে চাই। তিনি উক্ত কার্যক্রমের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656