শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

দিরাইয়ে নৃত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

রাজীব দাস দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নৃত্য বিষয়ক একটি কর্মশালা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা গণমিলনায়তন হলে এই কর্মশালার আয়োজন করে অঞ্জলি নৃত্যনিকেতন ও অনির্বাণ নৃত্যাঙ্গন।

কর্মশালাটি পরিচালনা করেন অঞ্জলি নৃত্যনিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অনির্বাণ নৃত্যাঙ্গনের প্রশিক্ষক সুচিতা রায়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত নৃত্যগুরু ও নৃত্যশৈলী সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক নিলাঞ্জনা যুঁই।

কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের নৃত্যের বিভিন্ন দিক নিয়ে তালিম দেন নৃত্যগুরু নিলাঞ্জনা যুঁই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংকুর সাংস্কৃতিক সেবা পরিষদের প্রশিক্ষক বিষ্ণু পদ দাস, সাংস্কৃতিক জোটের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা খেলাঘরের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, উদীচী দিরাই শাখার সভাপতি মনোজ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অনুপম দাস ও শিক্ষক বকুল রায় প্রমুখ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656