শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা জাসাসের আহবায়ক ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

আরাফাত আজিজ সজিব

সুনামগঞ্জ জেলা জাসাসের আহবায়ক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শেরগুল আহমেদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় শিক্ষাবিদ অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, “আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আসছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা আমাদের আত্মত্যাগ, কোরবানীর চেতনা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—সবার জীবনে আসুক সুখ, শান্তি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির অটুট বন্ধন।”
তিনি আরও বলেন, “ঈদুল আজহার শিক্ষা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং তা সমাজে ন্যায়, ত্যাগ,সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ধনী-গরিব সবাইকে ঈদের আনন্দে শামিল করেছেন, তেমনি তিনি আদর্শ সমাজ গঠনের পথও বাতলে দিয়েছেন।
তাই কোরবানির এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনের চালিকা শক্তি হোক—এই হোক আমাদের অঙ্গীকার।”পরিশেষে তিনি পুনরায় সুনামগঞ্জে সর্বস্তরের জনসাধারণ সহ দেশের প্রতিটি নাগরিক ও প্রবাসে অবস্থানরত মুসলিম ভাইবোনদের পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
ঈদ মোবারক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656