শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দিরাইয়ে জমিয়তের সমাবেশ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ই জুন) থানা পয়েন্টে উপজেলা শাখা’র সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের মহা-সচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবি, সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা কেফায়েত উল্ল্যা আযহারী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা তাহফিযুল হক হবিগঞ্জ, মাওলানা আনোয়ারুল ইসলাম, মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরী, প্রমুখ।

ড. শুয়াইব আহমদ বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দিরাই-শাল্লা নির্বাচনী এলাকার মানুষের সার্বিক উন্নয়নে তেমন কোন কাজ করা হয়নি। গড়ে উঠেনি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ভালো মানের হাসপাতাল। সব কিছু থেকেই দিরাই-শাল্লার মানুষ বঞ্চিত রয়েছে। তিনি সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি ইসলামিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

মাওলানা জুনাইদ আল হাবিবি বলেন,দিরাই এসে দেখলাম একি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আছে,এতো অবহেলিত একটি উপজেলা, নেই কোনো রাস্তা ঘাট,হাওরাঞ্চলের মানুষের জন্য কি কেউ নেই।শুধু এমপি হলে হবেনা,জনগণের জন্যও কিছু করতে হবে।দিরাই’র আকাশে কালো মেঘের ছায়া দূর করতে হবে,সেই সিদ্ধান্ত নিবেন আপনারা। দীর্ঘদিন ফ্যাসিবাদের রাজত্ব দেখেছেন, এখন পরিবর্তনের হাওয়া বইছে।আপনারা সিদ্ধান্ত নিন আপনাদের জন্য কে কাজ করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656