


নিজস্ব প্রতিবেদক: কাতারে অবস্থানরত সিলেটের কানাইঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত “কানাইঘাট ফাউন্ডেশন কাতার” এর আত্মপ্রকাশ হয়েছে।
রোববার দোহারের একটি অভিজাত হলে অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এতে সভাপতি নির্বাচিত করেন আবুল হাসনাত জাকির ও সাধারণ সম্পাদক নোমান আহমেদ সিদ্দিকী।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী ও মুকিতুল ইসলাম তারেক।
এছাড়া সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দিন মাহি, অর্থ সম্পাদক সামসুল হাসান, সহ অর্থ সম্পাদক তারেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন রশীদ, সহ প্রচার সম্পাদক হাফিজ এনাম আল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক নাইম ফারুকী, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাসনুন আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান, সহ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নাফে বিন মালিক।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, নুরুল আমীন, হাফিজ আরশদ আহমেদ, মোহাম্মদ জসীন উদ্দিন এবং আলী আহমেদ।
গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজজ নাইম ফারুকী। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন নোমান আহমেদ সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্যে কাতারে অবস্থানরত বিভিন্ন গণ্যমান্য প্রবাসী ব্যক্তিত্বরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ সিদ্দিকী বলেন, কানাইঘাট ফাউন্ডেশন কাতার একটি অরাজনৈতিক, অলাভজনক ফাউন্ডেশন। এর লক্ষ্য হচ্ছে প্রবাসী কানাইঘাটবাসীদের মধ্যে বন্দনকে আরো সুদৃঢ় করা। সংকটে পাশে দাঁড়ানো এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ও বিদেশে ভূমিকা পালন করা।
সভাপতি আবুল হাসনাত জাকির ফাউন্ডেশনের গঠন কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, ফাউন্ডেশনটি শিক্ষা, স্বাস্থ্য, দাফন কাফন, প্রবাসীদের জরুরি সহায়তা ও উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

