


শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিক চুরির ঘটনা অভিভাবকদের মাঝে চাঞ্চল্য ও সন্দেহের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে আবারও চুরির ঘটনা ঘটে বিদ্যালয়টিতে।
প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী শুক্রবার সকালে শিক্ষার্থীদের সঙ্গে চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে এসে চুরির বিষয়টি জানতে পারেন। তিনি জানান, অফিস কক্ষের তালা ভেঙে একটি কম্পিউটার, প্রজেক্টর, ওয়াই-ফাই রাউটারসহ বেশ কিছু জিনিস চুরি হয়েছে। তবে রহস্যজনকভাবে বারান্দার দু’টি তালা অক্ষত ছিল।
এ নিয়ে বিদ্যালয়টিতে গত কয়েক মাসে মোট তিনবার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে নির্মাণাধীন ভবনের একটি মেশিন ও গুরুত্বপূর্ণ আসবাবপত্রও চুরি হয়েছে বলে জানা গেছে।
অভিভাবকদের অভিযোগ, প্রতিটি চুরি ঘটনা আড়াল করার চেষ্টা করেছেন প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ, তিনি অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অভিযোগকারীদের হুমকি দিয়ে থাকেন।
ফতেপুর গ্রামের একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চুরিগুলো পরিকল্পিত ও রহস্যজনক। সব ঘটনায় প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।”
তবে প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী চুরির ঘটনা স্বীকার করে বলেন, “উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে থানায় সাধারণ ডায়েরি করেছি।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম খান জানান, “বিষয়টি জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে।”


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

