শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

পদ্মা সংস্থা’র দুই দিনব্যাপী অ্যাসেসমেন্ট কর্মশালা সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পল্লী অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন পদ্মা’র দক্ষতা ও সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে দু’দিনব্যাপী অ্যাসেসমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইরা পিয়ার হিউম্যানিটেরিয়ান পার্টনার (PHP) ‘টুগেদার’ প্রকল্পের আওতাধীন দু’দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা সংস্থাটির ১৫টি নির্ধারিত দক্ষতা ও কৌশলভিত্তিক সূচকের ওপর ভিত্তি করে প্রাথমিক অ্যাসেসমেন্ট ফরমেট পূরণ করা হয়েছে।

আলোচনায় উঠে আসে পদ্মা সংস্থার বর্তমান কার্যক্ষমতা, ভবিষ্যৎ চাহিদা এবং দক্ষতা উন্নয়নের দিকনির্দেশনা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। জানা গেছে, পরবর্তীতে আরও একটি কর্মশালায় ফরমেটটি চূড়ান্ত করা হবে।

কর্মশালায় ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসুন রায়, পদ্মা সংস্থা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজার জাকারিয়া এবং মোসাদ্দিক হোসাইন সাকিব, প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৭ সাল পর্যন্ত ‘টুগেদার’ প্রকল্পের আওতায় ইরা তাদের অংশীদার সংস্থাগুলোর সক্ষমতা ও গুণগত মান বৃদ্ধিতে ধারাবাহিক সহায়তা প্রদান করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656