শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ছাতকে সাংবাদিক সাজ্জাদ’র বিরুদ্ধে অপপ্রচার : অনলাইন প্রেসক্লাবের নিন্দা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরকে জড়িয়ে পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাব সহ ছাতকের কর্মরত মূলধারার সংবাদকর্মীরা।

গতকাল শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাজ্জাদ মাহমুদ মনির জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। সাজ্জাদ মাহমুদ মনির একাধিক জনপ্রিয় সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে সামাজিক উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত।

কোভিড মহামারির সময় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক হিসেবে সামনের সাড়িতে থেকে কাজ করেছেন।

ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের অন্যায় অনিমের বিরুদ্ধে ছিল তার কলম ছিলো সোচ্চার। হাতেনাতে আওয়ামী লীগের ভোট চুরির একাধিক নিউজ করে সারা দেশে হয়েছেন প্রশংসিত।

সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ জেলায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সাজ্জাদ মাহমুদ মনির একজন সাহসী ও উদ্যমী সাংবাদিক।

তার জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়।

ভবিষ্যতে এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

একইসাথে ছাতকের সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656