শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সুবিপ্রবি শিক্ষার্থীদের হুঁশিয়ারি: ৮ দিনের মধ্যে বাস চাই

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা পরিবহন সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই দাবিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৮ দিনের আলটিমেটাম দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) শান্তিগঞ্জে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধার জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও “ইউজিসির অনুমতি নেই” এমন অজুহাতে কর্তৃপক্ষ বাস কেনার বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রতিদিন সিএনজি কিংবা লোকাল বাসে যাতায়াতে তাদের অর্থ ও সময়—উভয়েরই অপচয় হচ্ছে।

তারা আরও বলেন “প্রতিদিন হাফপাস নিয়ে যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়াতে হয়। অনেক সময় অপমানজনক আচরণ সহ্য করতে হয় শিক্ষার্থীদের। এর আগেও বাসচালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।”

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় বলেন,“আমরা কেবল বাস চাই না, চাই আমাদের ন্যায্য অধিকার। টাকা থাকলেও অনুমতির অজুহাতে প্রশাসন দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। শুধু পরিবহন নয়, দ্রুত আবাসন সুবিধা ও মানসম্মত লাইব্রেরির ব্যবস্থাও জরুরি।”

তারা হুঁশিয়ার করে বলেন, আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাস সরবরাহ না করা হলে ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাকারিয়া নাইম, জি এম তাইমুম, সুরভী চৌধুরী, সোহানুর রহমান ও তাকবিল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদিপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবণ্য মণ্ডল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা, পূজা রয়, তাসনিম জাহান, সাফিন আহমেদ ও নাহিয়ানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ দাবি করেন, অন্যথায় রাজপথে নামার হুঁশিয়ারি দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656