শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শাল্লায় বেড়াতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, একই উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া(৫) মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। একই গ্রামের কবির হোসেনের ছেলে তানবির মিয়া(৫) এর সাথে খেলাধুলায় ব্যস্ত ছিল আকিক। তাই খেলাধুলার করার ফাঁকে দিয়ে একপর্যায়ে পুকুরে পরে যায় বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656