শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

জাতীয় পুরস্কারজয়ী সোহমকে দিরাইয়ে সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

রাজীব দাস

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : জাতীয় পর্যায়ের আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে দ্বিতীয় স্থান অর্জনকারী সোহম দাস সংবর্ধিত হয়েছেন।

গতকাল শনিবার (৫ জুলাই ২০২৫ খ্রিঃ) দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে তাকে সংবর্ধনা প্রদান করে ভাটিবাংলা এল পি এস ফাউন্ডেশন। সোহম দাস পপুলার লাইব্রেরির স্বত্বাধিকারী শুভ্র দাস ও মাতা শিল্প দাসের ছেলে। সে পুর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী। ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের প্রভাষক রফিকুল ঈসলাম তালুকদার , দিরাই প্রেস ক্লাবের আহ্বায়ক সুয়েব হাসান চৌধুরী, শুকরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণ দাস, পুর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম রায় চৌধুরী, ডি এস এস প্রিক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর চৌধুরী, দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম, সাংবাদিক সৈয়দুর রহমান তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, জিলানী খান, এহিয়া লিটন, আব্দুল্লাহ রাজী, আয়মান, ঝুটন সূত্রধর, রাজীব দাস, দূর্জয় রায়সহ আরও অনেকে। এরপর সংবর্ধিত অতিথি সোহম দাসকে সম্মননা ক্রেষ্ট প্রদান এবং চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। উল্লেখ্য শুক্রবার সোহমদাসকে সংবর্ধনা প্রদান উপলক্ষে শিশুদের মধ্যে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর অন্তত দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656