


মো: নাঈম হোসেন ,শাল্লা প্রতিনিধি(সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের দুর্গম উপজেলা শাল্লায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য ৫৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে শিক্ষা ও সামাজিক সংগঠন আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
২২ জুলাই মঙ্গলবার দুপুরে শাল্লা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।দামপুর আটপাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস।
উপজেলা নির্বাহী অফিসার দুর্গম পথ মাড়িয়ে শাল্লা উপজেলার শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করার জন্য আব্দুল্লাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এর আগে তিনি রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও, কবি আজমল আহমদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলা জামায়াতের আমীর নূরে আলম সিদ্দিকী, আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা মাও. নূর আহমদ, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক পাহেল মিয়া, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, সংবর্ধনা অনুষ্ঠানে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, বিএনপি নেতা মাসুদ আল কাউসার, শাল্লা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, যুবদলের সাবেক নেতা আবু সাঈদ ও শাল্লা এনসিপির সদস্য রাকিবুল হাসান প্রমুখ।
এছাড়াও শাল্লা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ মোট ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত। বাকী ৩০ শিক্ষার্থী সংশ্লিষ্ট বিদ্যালয়ের সর্বোচ্চ ফল অর্জনকারী।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

