শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ছাতকে বাবুল মিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম: ছাতকের বিশিষ্ট সমাজসেবক ও সদ্য প্রয়াত বাবুল মিয়ার স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বাদ জুম্মা ছাতক উপজেলার চরমহল্লা টেটিয়ারচর বাজারে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মেম্বার আলাল মিয়ার সভাপতিত্বে ও দিলাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন।

এসময় বক্তব্য রাখেন আলী আসকর, আনোয়ার হোসেন ধন মিয়া, আব্দুস সালাম, আব্দুল মালিক, আমিন মিয়া, দিলোয়ার হোসেন, আব্দুর রহমান, জুয়েল, লোকমান মিয়া, রফিকুল ইসলাম, মাষ্টার আজিজুর রহমান, নুর হোসেন, ক্বারী ইসলাম উদ্দিন, আলী হোসেন, তোফায়েল মেম্বার, আব্দুল খালিক, আতাউর রহমান, তাজ উদ্দিন, মাহদী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মরহুম বাবুল মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী আব্দুল আউয়াল।

মাহফিলে বক্তারা বলেন, বাবুল মিয়া ছিলেন একজন সদালাপী, দানশীল এবং সমাজহিতৈষী ব্যক্তি। তার মৃত্যুতে এলাকাবাসী একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656