শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ছাতকে ওসিকে মোবাইলে হুমকি: আওয়ামীলীগ ফিরলে কেউ বাঁচাবে না

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই দিবাগত রাতে, ভারতীয় মোবাইল নম্বর (+৯১৭০৪৪৮০৪১৭৮) থেকে রাত ১:৩৭ মিনিটে ওসির কাছে একটি হুমকির ম্যাসেজ পাঠানো হয়। এছাড়া একই নম্বর থেকে ফোন করে ওসির প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ম্যাসেজে উল্লেখ করা হয়, “আওয়ামীলীগ হারাইয়া যায়নাই, আওয়ামীলীগ ১০ বছর পরে হইলেও ফিরবে, বিষয়টা মাতায় রাইখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকবেন ধরা হবে। সমন্বয়ক জামাত কেউ বাঁচাতে পারবে না। মাইন্ড ইট।”

এসময় ওসি মোখলেছুর রহমান আকন্দ ওই ব্যক্তি থেকে পরিচয় জানতে চাইলে, সে ওসিকে জানান যে, সময়মতো সামনে এসে পরিচয় দেবেন। পরে, ওসি ফোনটি কেটে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ নিজেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656