


তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলায় এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদান উপলক্ষে ‘সংবর্ধনা ও সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২০ আগষ্ট) গোবিন্দগঞ্জের ছায়েমা শাদী মহলে অনুষ্ঠানটি হয়। পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব ছাতকের সহ-সভাপতি সোহাগ আহমদের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি মারজানা হক ও সাধারণ সম্পাদক হাসান আহমদ’র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও পামস্যাক’র উপদেষ্টা ব্যারিস্টার এ.এস.এম আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পামস্যাক’র উপদেষ্টা মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, উপদেষ্টা মোঃ রহিম উদ্দিন তালুকদার,সিলেট এমএজি ওসমানী মেডিকেল সার্জন ডাঃ টি এম ইমরান আহমেদ, ছাতক সমাজ সেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান, পামস্যাক’র সাংগঠনিক সম্পাদক মুরাদ মিয়া, অফিস সম্পাদক জাহিদ হাসান,সাইদুল আলম,জাফর ইকবাল সহ প্রমূখ।
সভায় আবু নাইম মোঃ রায়হানের তেলাওয়াতের মধ্যে দিয়ে গীতা পাঠ করেন শাওন দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এই কৃতিত্ব শুধু তাদের ব্যক্তিগত নয়, পরিবার ও সমাজেরও গৌরব। তারা আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থী ভবিষ্যতে সততা, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। এছাড়া শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রেরণাদায়ক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এক উজ্জ্বল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনকে সবাই সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

