শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ছাতকে জিপিএ-৫ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতক উপজেলায় এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদান উপলক্ষে ‘সংবর্ধনা ও সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২০ আগষ্ট) গোবিন্দগঞ্জের ছায়েমা শাদী মহলে অনুষ্ঠানটি হয়। পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব ছাতকের সহ-সভাপতি সোহাগ আহমদের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি মারজানা হক ও সাধারণ সম্পাদক হাসান আহমদ’র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও পামস্যাক’র উপদেষ্টা ব্যারিস্টার এ.এস.এম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পামস্যাক’র উপদেষ্টা মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, উপদেষ্টা মোঃ রহিম উদ্দিন তালুকদার,সিলেট এমএজি ওসমানী মেডিকেল সার্জন ডাঃ টি এম ইমরান আহমেদ, ছাতক সমাজ সেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান, পামস্যাক’র সাংগঠনিক সম্পাদক মুরাদ মিয়া, অফিস সম্পাদক জাহিদ হাসান,সাইদুল আলম,জাফর ইকবাল সহ প্রমূখ।

সভায় আবু নাইম মোঃ রায়হানের তেলাওয়াতের মধ্যে দিয়ে গীতা পাঠ করেন শাওন দেবনাথ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এই কৃতিত্ব শুধু তাদের ব্যক্তিগত নয়, পরিবার ও সমাজেরও গৌরব। তারা আশা প্রকাশ করেন, এসব শিক্ষার্থী ভবিষ্যতে সততা, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। এছাড়া শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রেরণাদায়ক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এক উজ্জ্বল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনকে সবাই সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656