


শহিদুল ইসলাম রেদুয়ান: শিক্ষার্থীদের মেধা ও বুদ্ধিবৃত্তি বিকাশে অনন্য উদ্দীপনা তৈরি করতে পশ্চিম সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা-তে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদ্রাসার হলরুমে আল ফজল ছাত্র সংসদ-এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মো. আব্দুস ছোবহান।
এসময় বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সামাদ, মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য মাও. মখছুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মুয়ীনুল হক মুমিন এবং কারী আব্দুল হাকিম।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমন্ডলী ছিলেন আরবি প্রভাষক ওয়ালিউল্লাহ ও সহকারী মৌলভি শহিদুল ইসলাম মোশাররফ, আর মডারেটরের দায়িত্ব পালন করেন ছাত্র সংসদের ভিপি আবুল হাসান মো. আদনান ও জিএস জাবের বিন হাবিব।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের তাৎক্ষণিক জবাব ও প্রাঞ্জল যুক্তি দর্শকদের মুগ্ধ করেছে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।
ছাত্র সংসদের এজিএস আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম, অফিস সম্পাদক পারভেজ আহমেদ সায়েম, সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক মানসুর আহমেদ সাগর, প্রচার সম্পাদক ফরহাদ আহমেদ রাসেল, সহ-অর্থ সম্পাদক জিহাদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

