শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারে সহায়তা বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: শান্তিগঞ্জে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬শে আগস্ট) দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় হতদরিদ্র পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

বিতরণ কর্মসূচিতে উপজেলা সমবায় কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ নুরে আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, গণমাধ্যমকর্মী সোহেল তালুকদার, সাংবাদিক হোসাইন আহমদ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং গৃহ মেরামতের জন্য নগদ ৩,০০০ টাকা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656