শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরৎ অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা ব্র্যাক অফিসের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি বিশ্বজিৎ তালুকদার এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম।

তিনি নিরাপদ অভিবাসন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ ও বিদেশফেরতদের পুনর্বাসন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগম, প্রবাসবন্ধু ফোরামের সহসভাপতি মাহবুব ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, সদস্য শাহিন আহমদ, কেবি প্রদীপ দাশ, লিটন মিয়া, সুমন সূত্রধর, অসীম সূত্রধর, রাহেলা বেগম, কবিতা দাশ, শিবলী বেগম, হাওয়ারুন নেছা ও হেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656