


মো.সহিদ মিয়া
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত জয়নগর বাজার হাজীগণি বক্স উচ্চ বিদ্যালয় এর একটি হলরুম শিক্ষা বান্দব কর্মমুখী শিক্ষার লক্ষ্যে। সুন্দরবন টেকনিকেল ট্রেনিং সেন্টার এ-র পক্ষ থেকে নারীদেরকে নিয়ে, বিগত ১২/০৮/২৫ ইংরেজি থেকে টেইলারি ট্রেনিং দেওয়া হয়, এতে অংশ গ্রহণ করেন ৪৫জন নারী শিক্ষার্থী, প্রতি জন শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি নেওয়া হয়েছে ৭০০ টাকা সেখানে প্রতিশ্রুতি দেন পূর্ণ শিক্ষা গ্রহণ করার পরে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে শিক্ষক হিসাবে রয়েছেন (পলাশ কান্তি মন্ডল,এবং চন্দ্রনা) এতে যদি কোন ডনার তাদের সহযোগিতা করতে চান স্বেচ্ছা গ্রহণ করবেন জানিয়েছেন শিক্ষক পলাশ কান্তি মন্ডল। শিক্ষার্থীদের অনুভূতি হলো আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই এবং কর্মনীতি শিক্ষা হলে, আমাদের বাবা ভাইয়ের কাছ থেকে কোন অর্থ আনতে হবে না। এবং তাদেরকেও সহযোগিতা করতে পারবো কর্মমুখী শিক্ষা এগিয়ে যাক, এগিয়ে যাক জাতি আমরা সবাই জাতির কল্যাণে এগিয়ে আসি, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে হলেন সুমি, সুমাইয়া, তাহেরা, সুরাইয়া, তমা তালুকদার, তুহিমা, মাহিমা, সুবর্ণা, সাদিয়া, ফাতেমা, প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

