


আবু তাহের
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারের লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে রোকেয়া বেগম নামের এক গৃহিণী ও তার ছেলে সন্তানকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে নদীর পাড়ে বাঁশ কাটতে যান রোকেয়া বেগম এসময় জিরারগাঁও গ্রামের আবুল কাশেমের পুত্র ইব্রাহিম আলীসহ ৭/৮ জন লোক সন্ত্রাসী কায়দায় নদীর পাড় থেকে কে বালু উত্তোলন করেছে বলে জানতে চায়। তখন এ বিষয়ে কিছু জানেন না বলে জানান রোকেয়া বেগম। তখন সংঘবদ্ধ ওই চক্রটি ভোক্তভোগী নারীর সাথে অশালীন আচরণ ও গালমন্দ শুরু করে। এর প্রতিবাদ করতে গেলে আসামীরা ক্ষিপ্ত হয়ে লাথি, কিল-ঘুষি মেরে রোকেয়া বেগমকে রক্তাক্ত জখম করে। এ সময় মহিলার চিৎকার শুনে তার ছেলে আকবর আলী এগিয়ে আসলে তাকেও মারাত্মকভাবে জখম করে আসামীরা। পরবর্তীতে মা ও ছেলের শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আসামীদের হাতে থেকে তাদের রক্ষা করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে আসামীগণ ভোক্তভোগী ওই নারীকে রাস্তাঘাটে পাইলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে। তাই জীবনের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কাছে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত পূর্বক”আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে করা হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

