


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : ইজারাবিহীন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, ডিসির নির্দেশনা সত্ত্বেও। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের পরও রাতের আঁধারে বেপরোয়া বালু উত্তোলন ও পাচার চলছে।
শনিবার (৩০ আগস্ট) ভোররাতে পুলিশ একটি বালুভর্তি মিনি ট্রাকসহ দুজনকে আটক করেছে। আটকরা হলেন বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের আল আমিন (২৬) এবং জসিম মিয়া (২৮)।
জানাযায়, তারা দীর্ঘদিন ধরে নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। পুলিশ জানিয়েছে, নরসিংপুর বাজারসংলগ্ন নদী থেকে সুনাইত্যা গ্রামের মামুন মিয়া, আরশ আলী ও সাদ্দাম মিয়ার সহায়তায় বালু উত্তোলন করা হচ্ছিল।
সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া গত বৃহস্পতিবার নদী ও বালু মহাল পরিদর্শন করেন এবং ইঞ্জিন চালিত নৌকা বা বাল্কহেড দিয়ে বালু পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনে কোনো বাধা না দেওয়ার কথাও জানান।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

