


নিজেস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার থেকে তোতা মিয়া (৬৫) নামের এক মানসিক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বাজারের ইসকন মন্দির মার্কেটের সামনে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত তোতা মিয়া দিরাই উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, তাৎক্ষণিক খবর পেয়ে পাথারিয়া ইউনিয়ন ভিট অফিসার এসআই ঈসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ভাতিজা আব্দুস ছুবানের কাছে হস্তান্তর করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

