আবু তাহের
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে বোগলাবাজার যাওয়ার মূল রাস্তার ২ কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গা ভেঙে যাওয়ায় এবং অনেক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যেন মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি।
অথচ এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এ ছাড়া সড়কটিতে পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইকসহ চলে বিভিন্ন যানবাহন।
এই রাস্তা দিয়ে প্রতিদিন ৭-১০হাজার মানুষের এখন চলাফেরা করতে হয় জিবনে ঝুঁকি নিয়ে, প্রতিনিয়ত ঘটতেছে দুর্ঘটনা, যার কারনে ড্রাইভার এবং যাত্রীরা রয়েছে বিশাল বিপাকে, এই রাস্তা দিয়ে কোন ডেলিভারি রুগিকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দিলে পথিমধ্যে রুগির অবস্থা হয়ে যায় আশংকাজনক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বালিচড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পুরোনো রাস্তাটি বিভিন্ন জায়গায় ২২শের বন্যায় পাকা ভেঙে পড়ে গেছে, রাস্তার অনেকাংশে ঢালাই নেই। ঢালাই পড়ে যাওয়ায় খালি জায়গায় শুধু রড দৃশ্যমান। এ ছাড়া রাস্তার অনেক স্থানে পিচ, বিটুমিন, পাথর, খোয়া উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বোগলাবাজার এবং বাংলাবাজার ইউনিয়নের মানুষ ছাড়াও উপজেলার লক্ষিপুর ইউনিয়নের মানুষের সংযোগ সড়ক এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজারো মানুষ।
এলাকাবাসী জানাই দ্রুত রাস্তাটির দ্রুত সংস্কার করা অতি জরুরি।বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মিলন খান জানান বোগলা টু বাংলাবাজার এর মেইন রাস্তাটি ২০২২ এর বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয় তখন এলজিডি থেকে কিছু রাস্তার সংস্কার করা হয়েছে বর্তমানে বালিচড়ার কিছু জায়গা সংস্কার কাজ বাকি রয়েছে, এই রাস্তা দিয়ে লক্ষিপুর এবং বোগলাবাজার ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাফেরা করতে অনেক ভোগান্তির স্বিকার হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় কথা বলতেছি যদি এই রাস্তাটুকুর সংস্কার দ্রুত করা যায় তাহলে বোগলাবাজার থেকে বাংলাবাজার তথা ছাতকের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এই লক্ষে আমরা এলজিডিতে অলরেডি তালিকা পাঠিয়েছি কোন প্রকল্প থেকে দেওয়া যায় সংশ্লিষ্ট দপ্তর পর্যালোচনা করছে আমি চাই বোগলাবাজার টু বাংলাবাজার তথা বালিচড়ার যে রাস্তাটুকু বাকি আছে তা দ্রুতই সংস্কার করার জন্য এইক্ষেত্রে সর্বমহলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : আব্দুল সুবহান খালেদ