শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শান্তিগঞ্জে মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত দামোধরতপী পয়েন্ট থেকে পঞ্চগ্রাম, ডাবর পয়েন্ট এবং সর্বশেষ পাগলা বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ৪৮ কিলোমিটার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত প্রজ্ঞাপনের ধারাবাহিকতা। অভিযানে সহস্রাধিক দোকানপাট ও বসতঘর উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, “সরকারি জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলছে, তাদের জন্য এটি সতর্কবার্তা। ভবিষ্যতে কেউ দখল করলে উচ্ছেদসহ জরিমানাও করা হবে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656