শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে সভা অনুষ্ঠিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় করনে স্থানীয় অংশীজনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) এর সহযোগীতায় গত মঙ্গলবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ইপসার সুনামগঞ্জ সদর উপজেলার কর্মকর্তার সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মো: নবীহোসেন  আব্দুল মন্নান মোল্লা, আলতু মিয়া, ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী, সুধাংশু তালুকদার, শাহাব উদ্দিন, ইউপি সচিব কঙ্কন সরকার তালুকদার, ইপসা’র জামালগঞ্জ সমন্বয়কারী হাফছা রহমান, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউপি সদস্যা নার্গিস সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, স্বজন প্রীতি ও দুর্নীতি বন্ধ করাগেলে গ্রাম আদালতে প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। গ্রাম আদালত কে সক্রীয় করতে হলে, কম খরচে, অল্প সময়ে সঠিক বিচার পেতে, ব্যাপক প্রচারণা, নিয়মিত ওয়ার্ড সভায় তা উত্থাপন, সঠিক বিচারের মাধ্যমে জনসাধারণের মনে বিশ্বাস স্থাপনসহ বিভিন্ন প্রস্থাব প্রদান করা হয়।

গ্রাম আদালতে সমোঝতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয় এতে এক বিরোধ থেকে অন্য বিরোধের সম্ভাবনা কম থাকে। উভয় পক্ষের মাঝে সম্পর্ক পুর্ণস্থাপনের চেষ্টা করা হয়। দরিদ্র ও প্রান্তিক জনপদের বিশেষ করে নারী, প্রতিবন্ধি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খুব সহজেই বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয় বলে বক্তারা উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656