শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন

নাসিরনগরে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা খাদ্য বান্ধব প্রায় ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

সোমবার ( ১৫ সেপ্টেম্বর) রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গৌর মন্দির সংলগ্ন এলাকা থেকে মোতাহার মিয়ার ও রহমত আলীর দোকানে অভিযান চালিয়ে খাদ্য বান্ধবের প্রায় ২০০ বস্তা জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ওজনের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা এবং সেইসঙ্গে ১শত ৫০ খালি বস্তা, ওজন যন্ত্র এবং বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। পলাতক রয়েছে দোকানের মালিক মোতাহার মিয়া।আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্ৰামের শাহ কামাল মিয়া (৩৮) ও জুয়েল মিয়া (৪০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন  চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে জব্দ কৃত চাউল রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656