শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তির দ্বারপ্রান্তে লিওনেল মেসি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি খুব শিগগিরই ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। ক্লাব ও খেলোয়াড় পক্ষের মধ্যে আলোচনার অগ্রগতি এখন উন্নত পর্যায়ে রয়েছে।

তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। জানা গেছে, কয়েকটি বিষয় স্পষ্ট করা এবং সব শর্তে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া বাকি রয়েছে।

ফুটবল মহলের ধারণা, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মায়ামি কর্তৃপক্ষ ও মেসির প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনা দ্রুত গতিতে এগিয়েছে। ফলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে নতুন এই চুক্তির।

উল্লেখ্য, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। যোগ দেওয়ার পর থেকেই মায়ামিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656