শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ছাতকের আশাকাচর পয়েন্টে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের নির্বাচনী জনসভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির–এর সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আছর চরচৌড়াই (আশাকারচর) পয়েন্টে এ সমাবেশে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে খেলাফত মজলিস চরমহল্লা ইউপির সভাপতি মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির।
তিনি বলেন- খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের ঐক্য আজ সময়ের দাবি। বিভেদ নয়, আমরা চাই ঐক্য ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা। ইসলামি মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো: কামরুল ইসলাম, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ-সভাপতি কে.এম সালেহ আহমদ, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে.এম মোশাহিদ আলী, সহ সভাপতি আব্দুর রব, সানোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আব্দুল হক, চরমহল্লা ইউপির সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও ক্বারী নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মইনুল ইসলাম, হাফিজ জাবেদ আহমদ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে খেলাফত মজলিসকে বিজয়ী করার আহ্বান জানান। বক্তারা বলেন, “এখন সময় ঐক্যের, সময় পরিবর্তনের। বিভাজন নয়, ইসলামি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656