শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

মেসি-রোনালদো বিতর্কে মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

হাওড় বার্তা ডেস্ক রিপোর্ট
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা জাতীয় দলের তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার স্পষ্ট জানিয়ে দিলেন, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা তা নিয়ে কোনো বিতর্কই থাকার কথা নয়।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক অ্যালিস্টার বলেন—
“মেসি না রোনালদো? আমি মনে করি এরকম কোনো বিতর্কই কখনো ছিল না। আমি রোনালদোকে শ্রদ্ধা করি। তিনি বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় ছিলেন এবং অসাধারণ ক্যারিয়ার উপহার দিয়েছেন। কিন্তু মেসি সর্বকালের সেরা (GOAT)। তার মতো আর কেউ হবে না।”

তিনি আরও যোগ করেন,
“আমি ভাগ্যবান যে মেসির সঙ্গে একই দলে খেলতে পেরেছি। তার খেলার ধরন, নেতৃত্ব, এবং মানসিকতা এমন কিছু যা কাউকেই দিয়ে তুলনা করা সম্ভব নয়।”

ফুটবল বিশ্বে প্রায় দুই দশক ধরে চলে আসা মেসি বনাম রোনালদো বিতর্কের অবসান ঘটালেন এই আর্জেন্টাইন তারকা। তার মতে, রোনালদো ছিলেন অসাধারণ এক ফুটবলার, তবে মেসি একেবারেই অনন্য, যাকে আর কখনো পাওয়া যাবে না।

বিশ্বকাপজয়ী মেসিকে ঘিরে ইতোমধ্যেই তার সতীর্থ, কিংবদন্তি খেলোয়াড় ও বিশেষজ্ঞরা তাকে সর্বকালের সেরা বলে স্বীকৃতি দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কণ্ঠও।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656