শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম::

রবিবার ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম (BYDF) দেশের যুবসমাজকে সংগঠিত করে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা কমিটির নতুন নেতৃত্ব অনুমোদন করেছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এই কমিটিতে সভাপতি হয়েছেন সৈয়দ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেরাজ বিন আশকর। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম, মোঃ ফখর উদ্দিন ও সালমান আহমদ জামি। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন জেলার তরুণ নেতৃত্বরা।

অনুমোদিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা সভাপতি সৈয়দ রুহুল আমিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, মোঃ ফখর উদ্দিন ও সালমান আহমদ জামি, সাধারণ সম্পাদক মেরাজ বিন আশকর, সহ-সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম, সুফিয়ান আহমদ ও মারজানা আক্তার, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, বিল্লাল আহমদ ও হালিমা খাতুন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার, আইন বিষয়ক সম্পাদক আল আমিন হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ আলী, যুব ও ক্রীড়া সম্পাদক প্রজয় দাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মারজানা আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলহাজ উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিলয় দাস, কারিগরি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহেদ, কৃষি বিষয়ক সম্পাদক মাহিন তালুকদার মুজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ।

এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন—
সোহানা আক্তার অনন্যা, সুলতানা আক্তার, বাইমল হক, ডালিম আহমদ, ইয়াসিন আহমদ, আজহারুল ইসলাম ভূঁইয়া, রবিবুল ইসলাম এবং ইমতিয়াজ হোসেন ইমন।

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের নেতারা জানিয়েছেন, এ নবগঠিত কমিটি আগামী এক বছরে যুব নেতৃত্ব বিকাশ, কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, ক্রীড়া ও সংস্কৃতি খাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে।

সভাপতি সৈয়দ রুহুল আমিন বলেন,
“আমরা সুনামগঞ্জের তরুণদের সংগঠিত করে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই। যুবরাই আমাদের শক্তি, যুবরাই উন্নয়নের চালিকাশক্তি।”

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম বলেন, “তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা একটি উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল সুনামগঞ্জ গড়তে চাই।”

কেন্দ্রীয় সংসদ আশা প্রকাশ করেছে, এই কমিটির নেতৃত্বে সুনামগঞ্জের তরুণ সমাজ আরও বেশি সামাজিক উন্নয়ন, সৃজনশীল কার্যক্রম এবং জাতীয় অগ্রগতিতে অবদান রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656