শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে দুর্গাপূজা মণ্ডপে পান্ডারগাঁও ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমানের সৌহার্দ্যময় পরিদর্শন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে দুর্গাপূজা মণ্ডপে পান্ডারগাঁও ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমানের সৌহার্দ্যময় পরিদর্শন

মোঃ তাজিদুল ইসলাম::
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দোয়ারাবাজার উপজেলায়। আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এই সময়টিকে আরও প্রাণবন্ত করে তুলতে পান্ডারগাঁও ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক ছাত্রনেতা, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ওলিউর রহমান।

শনিবার রাতে তিনি ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। তার উপস্থিতিতে মণ্ডপগুলোতে উৎসবের আবহে যোগ হয় নতুন মাত্রা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান, আবুল কালাম, হবির রহমান, এমদাদুর রহমান, সুজন মিয়া, এমদাদুল হক, গোলামোর রহমান, সুশেন সূত্রধরসহ আরও অনেকে।

পূজামণ্ডপে শুভেচ্ছা জানিয়ে মোঃ ওলিউর রহমান বলেন—
“ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যবাহী অংশ। এই আনন্দ আমাদের সবার, সম্প্রীতি আমাদের শক্তি।”

তার এই আন্তরিক সফরকে স্বাগত জানায় স্থানীয় পূজারী ও গ্রামবাসী। তারা বলেন, “ওলিউর রহমান সবসময়ই মানুষের পাশে থাকেন। পূজামণ্ডপে এসে আমাদের খোঁজখবর নেওয়ায় আমরা অনুপ্রাণিত।”

এমন সৌহার্দ্যময় পরিদর্শন নিঃসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও মজবুত করে তুলবে বলে আশা করছেন সবাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656