শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

দিরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায়  উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়াসহ র্যালী,চিত্রাঙ্কন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোঃ আবু সাইদ,ইউপিইটিসি শিক্ষা কর্মকর্তা হরিমন রায়,দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ শিশির কুমার দাস,  আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক দিরাই,  মামুনর রহমান,দিরাই ব্র্যাক অফিস, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর হাবিবুর রহমান হাবিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কার্য্য সহকারী আকাশ আহমেদ,নেছায়ার হোসেনসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও উপজেলা প্রশাসন ও ব্র্যাক দুর্যোগ ঝুকিঁ ব্যবস্থাপনা কর্মসূচি হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচিতে অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে গেঞ্জি বিতরণ ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অগ্নিকান্ড বিষয়ক দুর্যোগ মোকাবেলায় করনীয় দিরাই ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ শিশির কুমার দাসের নেতৃত্বে শিক্ষার্থী অভিভাবকবৃন্দের অংশ গ্রহণে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656