


স্টাফ রিপোর্টার: দেশের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের পারিবারিক ও সামাজিক কলহ নিরসনে গ্রাম আদালত হবে ন্যায়বিচারের প্রধান আশ্রয়স্থল — এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান।
তিনি বলেন, “ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত এখন গ্রামীণ জনগণের সুবিচারের নির্ভরযোগ্য স্থান হিসেবে কাজ করছে। দরিদ্র মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সমাজে অন্যায়-অবিচারের সুষ্ঠু সমাধানে গ্রাম আদালত ব্যাপক ভূমিকা রাখছে। দেশের খেটে খাওয়া মানুষ যেন তাদের ছোটখাটো বিরোধ বা পারিবারিক কলহের সমাধানে আদালতের দ্বারে না গিয়ে গ্রাম আদালতের সেবা নিতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”
শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন ও অংশীজনদের সঙ্গে “গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কার্যক্রম” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মতিউর রহমান খান।
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের লেখনী সমাজের দর্পণ। গ্রাম আদালত যে কীভাবে দরিদ্র মানুষের জীবনে ন্যায়বিচার পৌঁছে দিচ্ছে, সে গল্পগুলো তুলে ধরুন। এতে যেমন সচেতনতা বাড়বে, তেমনি সমাজে ন্যায় ও সুশাসনের পরিধিও প্রসারিত হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. সামছুল হক, প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ঝিনুক রানী দাস, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার এবং দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সবুজ আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাংবাদিক সোহেল তালুকদার, হোসাইন আহমেদ, ইয়াকুব শাহরিয়ার, ইউপি সদস্য লিটন মিয়া, জুবায়ের আহমদ, উপজেলা প্রশাসনের নাজির মো. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো তৃণমূলের ন্যায়বিচারের প্রাণভোমরা, যা সহজলভ্য, দ্রুত এবং ব্যয়বহুল বিচার ব্যবস্থার বিকল্প হিসেবে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

