শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

AI প্রশিক্ষণে সফল বাস্তবায়নের স্বীকৃতি পেলেন নর্দার্ন তশরিফা গ্রুপের AGM ফয়সাল হোসেন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

নর্দার্ন তশরিফা গ্রুপের AGM (Knitting) ফয়সাল হোসেন “Transforming Workplaces of AI” প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক (Director) মহোদয়ের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

এই পুরস্কারটি প্রদান করা হয় টিমের কর্মদক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর কার্যপ্রণালীতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ। ফয়সাল হোসেন জানান, “AI প্রশিক্ষণ বাস্তবায়নের পর আমরা কাজের গতি, মান এবং উৎপাদনশীলতায় (Productivity) চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করেছি। এটি প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং টিমওয়ার্ক থাকলে বড় পরিবর্তন সম্ভব।”

তিনি আরও জানান, নর্দার্ন তশরিফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) ও পরিচালক (Director) মহোদয়ের সহযোগিতা এবং দিকনির্দেশনায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে নর্দার্ন তশরিফা গ্রুপ ভবিষ্যতে আরও আধুনিক, স্মার্ট ও দক্ষ কর্মপরিবেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656