


এম আর সজিব, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রশাসনের জব্দকৃত ৯০টি গরু রহস্যজনকভাবে গায়েব হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি হারুন অর রশীদ এখন নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি বোগলাবাজার ইউনিয়নের চিলাই নদী উত্তর বালিচড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.-এর আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ মামলার আসামি হয়েও তার প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালানো এবং প্রশাসনের নীরব ভূমিকা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সীমান্তবর্তী বোগলাবাজার এলাকায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত টাস্কফোর্স অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা ৯০টি গরু জব্দ করা হয়।
পরবর্তীতে গরুগুলো হারুন অর রশীদসহ পাঁচজনের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে কিছুদিন পর মামলার তদন্ত কর্মকর্তা জিম্মায় থাকা গরুগুলোর কোনো হদিস না পেয়ে আদালতকে বিষয়টি অবহিত করেন।
পরে সরকারি বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় ৪০৬ ও ৪২০ ধারায় মামলা (নং-০৫/২০২৫) দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি হারুন অর রশীদ বালিচড়া গ্রামের মৃত মরতোজ আলীর পুত্র বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, মামলার আসামি হয়েও হারুন অর রশীদ প্রশাসনের চোখের সামনেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি উপজেলা প্রশাসন ও থানা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,“রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ মামলার আসামি যদি অবাধে নির্বাচনে অংশ নিতে পারে, তাহলে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। এটা নিঃসন্দেহে প্রশাসনিক গাফিলতির বড় উদাহরণ।”
স্থানীয়রা দাবি করেছেন, প্রশাসনের গাফিলতি দূর করে হারুন অর রশীদের প্রার্থীতা বাতিলসহ দ্রুত তার গ্রেফতার নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন,“দোয়ারাবাজার থানায় নোটিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।”


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

