শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

মুফতি উবায়দুল মোস্তফা (রহ.) মেধাবৃত্তি অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর হযরত শাহজালাল (রহ.) উবায়দিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় সম্পন্ন হয়েছে আল্লামা মুফতি উবায়দুল মোস্তফা (রহ.) মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরিচালক আবু তালেব জানান, ২০২৪ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আয়োজিত মেধাবৃত্তি বৃত্তিতে এলাকায় ব্যাপক সাড়া ফেলে। সে ধারাবাহিকতায় চলতি বছর বৃত্তির পরিসর আরও বিস্তৃত করা হয়েছে। এবার ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষা আয়োজন করা হয়।এতে সুনামগঞ্জ সদর উপজেলাসহ আশপাশের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম, নারায়ণতলা মিশন ‍উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা যুব প্রতিনিধি মো: শাহ আলম, মোগাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেন, মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকারী শিক্ষক মো: রফিকুল ইসলাম, সুরমা ইউনিয়নের কাজী সাহেব মো: দেলোয়ার হোসেন, আমপাড়ার বিশিষ্ট্য ব্যবসায়ী মো: আবুল কাশেম, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সিনিয়র সদস্য মো: শফিকুর নূরসহ আরোও অনেকে। উক্ত মেধাবৃত্তি সার্বিক ত্বত্তাবদানে সুনামগঞ্জ জেলা শাখা মুহিব্বিনে আহলে বাইত যুব কাফেলা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656